বেসিক কম্পিউটার & ফ্রিল্যান্সিং
ডিজিটাল বাংলাদেশ এ এখন কম্পিউটার এবং ইন্টারনেট ছাড়া চিন্তা করা অসম্ভব। বগুড়াতে এই প্রথম Inleads It নিয়ে এসেছে আপনাদের প্রয়োজনীয় কাজ কর্মের ওপরে চিন্তা করে Basic Computer ফান্ডামেন্টাল কোর্স। যেকোন কাজে কম্পিউটার এবং ইন্টারনেট সম্পর্কে জানতে হয়, সরকারি চাকরি, ব্যবসা প্রতিষ্ঠান, স্কুল কলেজ, Freelancing, অফিস আদালত সহ প্রায় সব কাজে কম্পিউটার ব্যবহারের বিকল্প নেই।