বগুড়ায় অনেক ট্রেইনিং সেন্টারে ঘোরাঘুরি করার পর অবশেষে InleadsIT CDZ এসে কথা বলার পর বুঝলাম যে, এখানে কোন চাপা চলে না, এনারা দক্ষতায় বিশ্বাসি, আমাকে বলা হলো “যদি সঠিক ভাবে অনুসরন করে কাজ শিখতে পারেন, তবেই ভির্তি হন” আমি ও ভর্তি হয়ে কোর্স সম্পন্ন করলাম, আলহামদুলিল্লাহ, আজ আমি সফল, এই দিনটার অপেক্ষায় ছিলাম যেদিন নিজেকে সফল বলতে পারবো । ধন্যবাদ InleadsIT CDZ টিম ও টিচারদেরকে, তারা অনেক হেল্পফুল ।